
চৈত্রের শেষ সপ্তাহে পৌঁছে, লাল মাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখী । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকায় অসহনীয় অবস্থা জেলাবাসীর । রাস্তা ঘাট কার্যত শুনশান হয়ে পড়ছে । খুব জরুরী কাজ ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না ।
হাওয়া অফিস সূত্রে খবর, গত বৃহস্পতিবার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রী সেলসিয়াস । আর শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত তা বেড়ে দাড়ায় ৩৮.৪ ডিগ্রী সেলসিয়াসে । আপাতত আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা আরও বেড়ে ৪০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ।
শহরবাসীরা জানিয়েছেন, হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাড়ি থেকে বেরোনোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে । এই অবস্থায় সুস্থ থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন জরুরী । আর সেই প্রয়োজনীয় সতর্কতা তারা নিজেদের মতো নিচ্ছেন বলেও জানান ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023