
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ মোতেরায় ‘নমস্তে ট্রাম্প ’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য বন্ধু। তার আশা ভবিষ্যতে এই সম্পর্ক আর ও দৃঢ় হবে।
পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদি জমানায় ভারতবর্ষ আর্থসামাজিক উন্নয়নের দিক দিয়ে চরম শিখরে পৌঁছেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ,নিকাশী ব্যবস্থার উন্নয়ন সহ একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন মত ও ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছে সরকার,বিশ্ব সন্ত্রাসবাদ রুখতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আর ও দৃঢ় করার জোড় দেন। দুদিনের সফরে ভারত-মার্কিন আলোচনার মূল সুর এভাবেই মোতেরার স্টেডিয়ামে বেঁধে দেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022