
নিউজটাইম ওয়েবডেস্ক : গুজরাটের আমেদাবাদের কোভিড হাসপাতালে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন করোনা রোগীর মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে, ভোর ৩টে নাগাদ গুজরাটের নবরঙপুর এলাকার ওই বেসরকারি হাসপাতালের আইসিইউতে বিধ্বংসী আগুন লাগে। ঘটনা জানাজানি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় শ্রেই হাসপাতাল থেকে বাকি সব করোনা রোগীকে ১০টি অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী সিভিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই আইসিইউতে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা রোগী ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৮ টি ইঞ্জিন।
শ্রেই হাসপাতালের তথ্য বলছে, অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী; তাঁদের উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে পাঠানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানতে পেরে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “আমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের ব্যবস্থা করছে।”
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022