
নিউজটাইম ওয়েবডেস্ক : “করোনা ভাইরাসকে রুখে দিতে পারে আমাদের করোনা যোদ্ধারা”, বললেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদির মতে, হতেই পারে যে অদৃশ্য শত্রুর মতো চুপিসাড়ে আক্রমণ করছে করোনা, কিন্তু আমাদের দেশের করোনা যোদ্ধারা, আমাদের চিকিৎসকরাও অজেয়।
প্রধানমন্ত্রী মোদি সোমবার সকালে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বার্তা দেন। এতদিন ধরে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণকে রুখতে লাগাতার লকডাউনের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই অবস্থায় দেশের সামগ্রিক অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, ওদিকে দেশে করোনা সংক্রমণের গতিও রোধ করা যায়নি। তাই এবার লকডাউন শিথিল করে ধীরে ধীরে ফের স্বাভাবিক জীবনের পথে ফেরার চেষ্টা শুরু হয়েছে। “আমাদের চিকিৎসক তথা স্বাস্থ্য কর্মীরা অবশ্যই বিজয়ী হবেন”, সোমবারের ভিডিও বার্তায় একথাই বলেন প্রধানমন্ত্রী মোদি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022