‘আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যা আছে’, দাবি কংগ্রেসের

নিউজটাইম ওয়েবডেস্ক : জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ধাক্কায় মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার কা‌র্যত টলমলে। যদিও কংগ্রেস তা মানতে নারাজ। তাদের দাবী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাদের কাছে পর্যাপ্ত সংখ্যা আছে।

 মধ্যপ্রদেশ বিধানসভায় দু’জন বিধায়কের মৃত্যুর ফলে আপাতত সংখ্যাটা ২৩০টি আসন থেকে হয়েছে ২২৮। কংগ্রেসের হাতে রয়েছে ১১৪ জন বিধায়ক। অন্যদিকে, বিজেপির হাতে রয়েছে ১০৭ জন বিধায়ক। কংগ্রেসের ২২ জন বিধায়কের ইস্তফা যদি গৃহীত হয়, সেক্ষেত্রে মোট বিধায়কের সংখ্যা ২০৬-এ নেমে আসবে। সেক্ষেত্রে  বাজিমাত করবে বিজেপি।

যদিও কমল নাথের দাবি, তাঁদের কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার পাশাপাশি পাঁচ পছরের মেয়াদও পূর্ণ করবে তাঁর সরকার। কংগ্রেসের একাধিক প্রবীণ নেতাও একই দাবি করেছেন। কমল নাথ সরকারের মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন, যে বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগাযোগ রয়েছে।

প্রসঙ্গত,এরইমধ্যে মঙ্গলবার ভোপালে কংগ্রেসের বৈঠকে প্রায় ১০০ জন বিধায়ক যোগ দেন। ছিলেন চার নির্দল বিধায়ক।

যদিও  কংগ্রেস বাস্তবে প্রমাণ করে দেখাতে পারবে কিনা, সেদিকেই তাকিয়ে সকলে। আর সেটা যদি বাস্তবায়িত না হয়  তাহলে দেশের রাজনীতি থেকে  ‘হাত’ সংকুচিত হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube