
নিউজটাইম ওয়েবডেস্ক : গত একবছর রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে অধিকাংশ সময় কেটেছে সংঘাতের আবহে। মন্তব্য পাল্টা মন্তব্য, অভিযোগ পাল্টা জবাব। এসবই দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। স্বাধীনতা দিবসের দিনও সেই ধারা অব্যাহত থাকল। পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে সচিবদের নিয়ে হঠাৎ হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ আড্ডার মুডে কাটান রাজ্যপালের সঙ্গে।
স্বাধীনতা দিবসেও রাজ্যকে খোঁচা মারতে ছাড়েননি রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেছেন, “হিংসামুক্ত ভোট করে নজির তৈরি করুক রাজ্য।” এর বিরোধিতা করে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। বলেছেন, “উনি বোধহয় বিজেপি শাসিত রাজ্যের কথা বলছেন।” তার মধ্যে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর সোজা রাজভবনে যান মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের দিন বিকেলে রাজভবনে রাজ্যপালের চা চক্রের অনুষ্ঠানে বিশিষ্টরা আমন্ত্রিত থাকেন। প্রথা অনুযায়ী এই চা চক্রের আসর হয়ে আসছে। সাধারণত সেই অনুষ্ঠানে হাজির থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন রেড রোড থেকে সচিবদের সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। রাজভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজভবনে বিকেলে একটা চা চক্রের অনুষ্ঠান হয়। বিকেলে আসতে পারব না। আমার সঙ্গে মুখ্যসচিব রাজীবা সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, ডিজি বীরেন্দ্র ছিলেন। পাঁচজন মিলে আড্ডা মেরে গেলাম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানালাম।”Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022