
নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় আমফান ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখার পর অদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি সব ঘুরে দেখেছি। বাংলার এই কঠিন সময়ে বাংলার পাশে থাকব। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”
এদিন প্রধানমন্ত্রী সমস্ত রকমের সাহায্যের পাশাপাশি ১০০০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য়ের আশ্বাস দিয়েছেন। একইসাথে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই ঘূর্ণিঝড়ের জেরে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ১ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা কপ্টারে করে বাংলার মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে বসিরহাটের উদ্দেশ্য়ে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমফানের জেরে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা এদিন পরিদর্শন করলেন খোদ প্রধানমন্ত্রী। এদিন তাঁর সাথে একই কপ্টারে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে। অপর একটি কপ্টারে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান সহ আরও বেশ কয়েকজন। তারপর বসিহাট কলেজে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023