আবাস যোজনা থেকে বাদ দেওয়া হচ্ছে নাম

নিউজটাইম ওয়েবডেস্ক : পাঁচ বছর আগে বন্যায় বা ভেসে গিয়েছে বাড়িঘর। পড়েছিল শুধুই ভিটেমাটি। বর্তমানে সেই ভিটেতে বাড়ি বলতে পাটকাঠি ও ভাঙা টিনের আস্তানা বানিয়ে কোন ভাবে মাথা বাঁচানো। আবেদন করেও জোটেনি সরকারী আবাস যোজনার ঘর। দীর্ঘ পাঁচ বছর ধরে রৌদ-ঝড় শীত-গ্রীষ্ম এভাবেই অসহায় অবস্থায় কাটাচ্ছেন বালুরঘাটের খিদিরপুরের আদিবাসী পাড়ার বাসিন্দারা।

আবেদন করেও তাঁরা বঞ্চিত সরকারী আবাস যোজনা থেকে। সরকারী পাঁকা বাড়ি পাওয়ার নিয়ে কোন আশার আলো দেখছেন না। এলাকায় কেউ একজন প্রকল্পের সুবিধা পেয়ে বাড়ি নির্মাণ শুরু করলেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের লক্ষ্যে নির্মিয়মান অসমাপ্ত সেই সরকারী বাড়ির দেওয়াল ইতিমধ্যেই দখল করে নিয়েছে শাসকদল তৃণমূল। সেই ছবিও ধরা পড়েছে।

এদিকে প্রশাসনের তরফে জেলা জুড়ে শুরু হয়েছে আবাস যোজনার প্রাপকদের বাড়ি পৌঁছে সার্ভের কাজ। তাতে আশা কর্মী থেকে শুরু করে স্বয়ং জেলাশাসক এলাকায় পৌঁছে সেই তালিকার নাম ধরে তদন্ত করছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২০১৮-২০১৯ এর তালিকা অনুযায়ী মোট ১ লক্ষ ৫৩ হাজার প্রাপক রয়েছেন। সেই তালিকা থেকে যাঁরা সরকারী আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য নন, এরকম ৫০ হাজারেরও বেশি নাম বাদ দেওয়া হচ্ছে । এই ব্যাপারে বিরোধীদের দাবি পুরো তালিকাটাই বেআইনি, সেই কারণেই প্রকৃত গরীব ও অসহায়রা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। যদিও তা মানতে নারাজ শাসকদল তৃণমূল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube