
নিউজটাইম ওয়েবডেস্ক : ।।প্রসেনজিৎ সাহা, দক্ষিণ দিনাজপুর ।।
আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে রায়দিঘির কোম্পানির ঠেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। ঘটনাস্থলে পুলিশ গেলেও অবরোধ তুলতে অনড় বিজেপি কর্মীরা। এরই জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রায়দিঘী রোড। বিজেপির সুন্দরবন জেলা জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যের অভিযোগ, আবাস যোজনার তালিকায় যোগ্য প্রাপকদের নাম নেই। তৃণমূল ঘনিষ্ঠ ও তৃণমূল নেতাদের যাদের পাকা বাড়ি রয়েছে তালিকায় তাদের নাম রয়েছে। এরই প্রতিবাদে সোমবার দুপুরে মথুরাপুর দু’নম্বর ব্লকে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু বিডিও অফিসে বিডিও ও জয়েন্ট বিডিও উপস্থিত না থাকায় বিজেপি কর্মীরা কোম্পানির ঠেক মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বললেও নিজেদের অবস্থানে অনড় বিজেপি কর্মীরা। যার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ রায়দিঘি রোড।অন্যদিকে মথুরাপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান,‘গঙ্গাসাগর মেলার জন্য তিনি বাইরে রয়েছেন। ডেপুটেশন জমা করার জন্য অফিসে নির্দিষ্ট প্রতিনিধি রয়েছে। পথ অবরোধের ঘটনা কাম্য নয়।’Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023