
।। প্রসেনজিৎ সাহা ।।
মথুরাপুরঃ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠলো তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুরের পশ্চিম গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামে । ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, বাপ্পাদিত্য হালদারের বিরুদ্ধে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত বুধবার সকালে নির্যাতিতা মহিলার স্বামীকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফোন করে তাজপুর গ্রামের পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য হালদার । ঘর পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র চান পঞ্চায়েত সদস্য । পরে, দুপুরে নির্যাতিতা মহিলার বাড়িতে যান অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য ।
সেই সময় নির্যাতিতা মহিলার স্বামী বাড়িতে ছিলেন না । আর সেই সুযোগে মহিলাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে । এর পরেই নির্যাতিতা মহিলা তার উপর হওয়া অত্যাচারের কথা স্বামীকে জানালে বৃহস্পতিবার মথুরাপুর থানায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ । এ প্রসঙ্গে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023