
নিউজটাইম ওয়েবডেস্ক : বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের নিহাটা গ্রামে বিক্ষোভ সামিল গ্রামবাসীরা । নিহাটা কল্যাণপুর রোডে রাস্তায় বসে বিক্ষোভ গ্রামবাসীদের।অভিযোগ দীর্ঘদিন যারা কাঁচা বাড়িতে বাস করছেন তাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে, আগে সরকারি বাড়ি পেয়েছেন তাদে আবার নাম এসেছে। ন্যায্য প্রাপকদের ঘর দেওয়ার দাবি নিয়ে বৃক্ষকে শামিল হয়েছেন গ্রামবাসীরা যার নাম দেওয়া হয়েছে, নাগরিক সমাজ।
পশ্চিম বর্ধমানে, নয় দফা দাবির সমর্থনে আজ সকাল থেকে ভারত জাকাত মাঝি পরগনার ডাকে কাঁকসার ১১ মাইল এ পানাগড় মোড়গ্রাম হাইওয়ে অবরোধ। অবরুদ্ধ রাজ্য সড়ক, আটকে যান বাহন। বিপাকে বাসের যাত্রী থেকে পণ্যবাহী লরি। আটকে দেওয়া হয়েছে ছোট গাড়িও। ঘটনাস্থলে পুলিশ। আবাসে দুর্নীতির অভিযোগ তুলে টাকি রোডের কদম্বগাছি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।আবাস যোজনা ক্ষোভ বিক্ষোভ অব্যাহত আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আবাস যোজনার একজনের আইডি অন্যকে পাইয়ে দিয়ে ঘর নেওয়া হয়েছে আর তা নিয়েই বিজেপি টাকি রোডের কদম্বগাছি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করেন। তীব্র যানজটে সৃষ্টি হয় টাকি রোডের কদম্বগাছি এলাকা পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে পশ্চিম বর্ধমান দুর্গাপুরে আদিবাসীদের অবরোধ চলছে ডিভিসি মোড়ের সার্ভিস রোডে। একই ইস্যুতে রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও অবরোধের সামিল আদিবাসীরা। মোট ৯ দফা দাবিতে এই অবরোধ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আদিবাসীদের অবরোধ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শিলিগুড়িমোড়ে ৩৪ নং নম্বর জাতীয় সড়ক ও ১০এ রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। অবরোধের জেরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি আটকে পড়েছে। ১৫ দফা দাবি নিয়ে ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্যজুড়ে ১২ ঘণ্টার পথ অবরোধের কর্মসূচি। বেলা ১০ টায় রায়গঞ্জে শুরুহয় তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেই ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023