
নিউজটাইম ওয়েবডেস্ক : আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা করায় আইসিডিএস কর্মী কে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রাখল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার রাজনগর ঘোলা পাড়া এলাকায়। নির্যাতিত আইসিডিএস কর্মী নিপা পন্ডা দাস বলেন, আবাস যোজনা প্রকল্পের জন্য এলাকায় সমীক্ষা করেন তিনি। সমীক্ষা করার পরে নথিপত্র বিডিও অফিসে জমা করেন।
বিপত্তি ঘটে মঙ্গলবার সকালে, তিনি যখন নিত্য দিনের মতো আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। সেই সময় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তার উপর চড়াও হন। সমীক্ষায় আবাস যোজনা থেকে নাম বাদ দিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আইসিডিএস কর্মী নিপা পন্ডা দাস এমনই অভিযোগ তুলে তাকে আটকে রাখে। পরে ওই আইসিডিএস কর্মী বিষয়টি ফোন মারফত স্থানীয় বিডিও ও পঞ্চায়েত প্রধানকে জানায়।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023