
নিউজটাইম ওয়েবডেস্ক : আবাস দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। যত দিন যাচ্ছে পিঁয়াজের মতো পরতে পরতে উঠে আসছে আবাস দুর্নীতির অভিযোগ। প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রকল্পে যাদের নাম থাকার কথা তাঁদের নাম সরিয়ে স্বজনপোষনের অভিযোগ উঠছে। প্রাসাদপম অট্টালিকা থাকা সত্বেও স্থানীয় কাউন্সিলর-নেতাদের নাম, এমনকি তাদের আত্মীয়দের নামও দেখা গিয়েছে আবাস তালিকায়। প্রতিদিনই আবাস নিয়ে নানা অভিযোগ উঠে আসছে। আজও সেই অভিযোগ উঠে এসেছে।
আবাস যোজনার তালিকায় নাম তুলে দেবেন বলে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের কর্মীর বিরুদ্ধে। কুমারগঞ্জ ব্লকের বটুন পঞ্চায়েতের ঘটনা। টাকা দিয়েও তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ মানুষজন পঞ্চায়েত অফিসে অভিযুক্ত কর্মীকে ঘরবন্দী করে বিক্ষোভ দেখান। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর নাম সাহাদত আলী মন্ডল। বাসিন্দাদের বিক্ষোভের মুখে মুচলেকা দেওয়ার পাশাপাশি তিনি স্বীকারও করেছেন যে কয়েকজনের কাছ থেকে চা মিষ্টি খাওয়ার টাকা নিয়েছেন। খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ওই কর্মীকে উদ্ধার করে। তাঁকে আটকের পাশাপাশি টাকা নেওয়ার ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023