নিউজটাইম ওয়েবডেস্ক :
আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে
বিজেপি ও সিপিএমের একসাথে
বিক্ষোভ পঞ্চায়েত অফিসে l হুগলির
দাদপুরের হারিট
গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি
নেতৃত্বের অভিযোগ যে সমস্ত
গ্রামবাসীদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি
পাওয়ার কথা তারা না
পেলেও যাদের পাকা বাড়ি
আছে তাদের নাম রয়েছে
তালিকায়।
স্বাভাবিকভাবে
ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা,
তারই প্রতিবাদে তাদের আন্দোলন l পাশাপাশি
তাদের অভিযোগ বিজেপির নেতৃত্ব
না থাকায় কর্মীরা আমাদের
সাথে যৌথভাবে আন্দোলন করছে l সিপিএম কর্মীদের
অভিযোগ তাদের
নেতৃত্বরা গুরুত্ব দেয় না তাই
বাধ্য হয়ে বিজেপির সাথে তাদের
এই আন্দোলনl যদিও তৃণমূল নেতার
দাবী এটা নতুন কিছু
নয়, আগেও এই ঘটনা
দেখা গেছেl আসলে এরা
সিপিএমেরই বিজেপি l