
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার ডোমজুড় গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চা কর্মীরা।পঞ্চায়েত প্রধান অফিসে ঢুকতে গেলে তাঁকে বাধা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। এরপর পুলিশি হস্তক্ষেপে তাঁকে দপ্তরের ভিতরে নিয়ে যাওয়া হয়। বিজেপি-র জগৎবল্লভপুর তিন নম্বর মন্ডলের মহিলা মোর্চা সভানেত্রী মিনা জানা বলেন, গরিব মানুষদের নাম আবাস যোজনার তালিকায় নেই।যাদের পাকা বাড়ি তাদের নাম রয়েছে।
তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপির অভিযোগ, বেছে বেছে নিজেদের লোকেদের সুবিধা পাইয়ে দিচ্ছে শাসকদল।তিনদিনের মধ্যে সঠিক তালিকা প্রকাশ করে যোগ্য ব্যক্তিদের বাড়ি গিয়ে সার্ভে করে রিপোর্ট দিতে হবে।তা না হলে বড়সড় আন্দোলনে নামার হুমকি মহিলা মোর্চার। অন্যদিকে ডোমজুর পঞ্চায়েত ভারপ্রাপ্ত প্রধান তড়িৎ দেব বলেন, বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন।কোনো দুর্নীতি হয়নি।সঠিক নিয়ম মেনে কাজ হচ্ছে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023