আবাস তালিকা থেকে নিজের নাম কাটালেন পঞ্চায়েত প্রধান

নিউজটাইম ওয়েবডেস্ক : সরকারি আবাস যোজনার তালিকায় নাম থাকায় নিজেই সেই নাম কেটে বাদ দিলেন পঞ্চায়েত প্রধান। বাসন্তী ব্লকের অন্তর্গত চুনাখালি গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি বৈরাগী সর্দার তালিকা থেকে তাঁর সেই নাম বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে আবেদনও জানিয়েছেন। এ বিষয়ে ইতিমধ্যেই গ্রামসভায় রেজুলেশান করে তা বিডিওকে জানিয়ে দিয়েছেন প্রধান। প্রধানের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।

সরকারি আবাস যোজনার নামের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে গৃহহীনদের নিয়ে এই সার্ভে হয়। প্রাথমিক ভাবে সার্ভে করে সরকারি কর্মীরা যারা বাড়ি পাওয়ার যোগ্য তাঁদের নাম নথিভুক্ত করেন। সেই সার্ভে অনুযায়ী সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে। তবে তালিকায় বহু এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার তৃণমূল নেতৃত্ব এমনকি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকুরীজীবীদের নাম রয়েছে।

এ নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড়ও শুরু হয়েছে। বহু জায়গাতেই তালিকায় নাম থাকলেও যাদের পাকা বাড়ি তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া হচ্ছে। আশাকর্মী ও অঙ্গনওয়ারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তদন্ত শুরু করেছে। তবে চুনাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান তালিকায় নাম দেখেই নিজের উদ্যোগে তাঁর নাম সেই তালিকা থেকে বাদ দিয়েছেন। প্রধানের এই সিদ্ধান্তে খুশি এলাকার সাধারণ মানুষ।

সম্প্রতি এই পঞ্চায়েতের প্রকাশিত তালিকায় মোট ২৭২৭ জনের নাম রয়েছে। তালিকায় একদিকে যেমন নাম রয়েছে এলাকার তৃণমূল নেতা অমৃত সরকারের স্ত্রী ও মেয়ের,  তেমনিই নাম রয়েছে আরও অনেক মানুষের যাদের আগে থেকেই পাকা বাড়ি রয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা পর্যালোচনা করে মোট ১৫৯৮ টি বাড়ি তৈরির সংশোধনী তালিকা তৈরি হয়েছে। তবে প্রধানের বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে তাঁর নাম এই আবাস যোজনার তালিকায় এল?

এই প্রশ্নের জবাবে দীপালি বলেন, “ যখন এই বাড়ির সার্ভে হয়েছিল তখন আমি একজন সাধারণ সদস্য ছিলাম এবং আমার কাঁচা বাড়ি ছিল। যারা সার্ভে করেছিলেন তাঁদের মনে হয়েছিল আমার ঘর প্রয়োজন, সেই কারণে নাম তালিকাভুক্ত করেছিলেন। কিন্তু ইয়াসে বাড়ি ভেঙে যাওয়ার পর ধার দেনা করে বছর দুয়েক আগে বাড়ি তৈরি করেছি। বর্তমানে আমার সরকারি আবাস যোজনায় বাড়ি দরকার নেই, তাই তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন বিডিওকে জানিয়েছি।”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube