আবাস তালিকায় নাম নেই, উত্তেজনা ধূপগুড়ি

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকায় নাম না থাকায় উত্তেজনা চরমে উঠল ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।গত কয়েকদিন থেকে এই নামের তালিকায় নাম নিয়ে গ্রাম পঞ্চায়েত দফতরে দফায় দফায় সাধারন মানুষ জবাব চাইতে ভিড় করেছিলেন।গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরের সার্ভে করতে আসা কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টাও চলে।এরপর মঙ্গলবার সকালে ফের গ্রামবাসীরা একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েতে আসে তাদের নাম নেই কেন এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে মৌখিক ভাবে জানানোর জন্য।

কিন্তু আশ্চর্যজনক বিষয় বেলা ১ টা পর্যন্ত পঞ্চায়েত অফিসের দুইজন কর্মীরা ছাড়া আর কেউ নেই সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত অফিসে।রীতিমতো তালা ঝুলছে গ্রাম পঞ্চায়েত অফিসে।জনরোষ সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।গ্রামবাসী তথা বিক্ষোভকারীদের দাবি এই এলাকায় যারা ঘর পাবার যোগ্য নন বা আর্থিক অবস্থা ভালো তাদের নাম ঘরের তালিকায় রয়েছে। কিন্তু যারা দিনমুজুরি করে সংসার চালান, ভাঙ্গা ঘর বাড়ি মেরামত করার জন্য সামান্য অর্থ যোগাতে হিমশিম খেতে হয় তাদের নাম চুড়ান্ত তালিকায় নেই বলে অভিযোগ তোলেন।এই মুহুর্তে আশঙ্কা গ্রস্থ অবস্থায় ঘরের তালিকায় নামের বিষয়ে পঞ্চায়েত কার্য্যালয়ে বিষয়টি জানাতে এসেছিলেন গ্রামবাসীরা বলে দাবি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube