আবাসের তদারকিতে গ্রামে প্রতিনিধিরা

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তারা কতটা সহযোগিতা পেয়েছেন তা তদারকি করতেই কনকনে ঠান্ডার মধ্যে গ্রামে ছুটলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের তিন সদস্য। শুক্রবার সকালে কালিয়াচক ৩ ব্লকের চরিঅনন্তপুর , কামারপুর গ্রামে বেশ কিছু দুঃস্থ মানুষদের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্তারা । কথা বলেন আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের সঙ্গে। উপভোক্তাদের কাছে কেউ টাকা নিয়েছে কিনা?

কতদিন আগে উপভোক্তা আবেদন করেছিলেন এবং কি কারনে তাদের এই প্রকল্পে এখনো সুবিধা মেলে নি সেই সব বিষয় নিয়েও কেন্দ্রীয় কর্তারা কথা বলেন সাধারণ গ্রামবাসীদের সঙ্গে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসনের কর্তারাও।কেন্দ্রীয় দলে ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি শক্তি কান্তি সিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এমএস চাহাত সিং এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরভ আহুজা।

এদিকে মালদা জেলার শুধু কালিয়াচক ৩ ব্লকই নয় । কালিয়াচকের পর যান মোথাবাড়ি ব্লকের বাঙ্গিটোল, গোসাইহাট ও অমৃতির কামাত গ্রামে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্তারা। এবং বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারী মানুষদের সঙ্গে নানা ভাবে কথা বলছেন অফিসারেরা। কারা বাড়ি পেয়েছেন এবং কারা বাড়ির পান নি সেসব বিষয়গুলিও এদিন তদারকি করেছেন কেন্দ্রের ওই প্রতিনিধি দলের কর্তারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube