
নিউজটাইম ওয়েবডেস্ক : সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল, বিগ বসের ঘর থেকে তুমুল জনপ্রিয়তা পায় এই জুটি। তাঁদের রসায়ন এমন ভাবে দর্শকের মনে ভালোবাসার জোয়ার তোলে, যে সিদ্ধার্থ ও শেহনাজ হয়ে ওথেন ‘সিডনাজ’। তাঁদের ভালবাসার চর্চা যখন লোকমুখে ফিরছে, তখন আচমকায় প্রয়ান ঘটে সিদ্ধার্থ শুক্লার।
২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যু হয় সিদ্ধার্থর। শেষ মুহূর্তেও পাশে ছিলেন সঙ্গী শেহনাজ। দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকলেও, সঙ্গীর মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরেছেন শেহনাজ। কিন্তু ভুলে যাননি নিজের ভালোবাসাকে। আজ সিদ্ধার্থ শুক্লার জন্মবার্ষিকীতে তাঁর উদ্দেশে পোস্ট দেন শেহনাজ। ইনস্টাগ্রামে সিদ্ধার্থ শুক্লার একটি ছবি দিয়ে শেহনাজ লেখেন, ‘আই উইল সি ইউ এগেইন’। অর্থাৎ তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। খুব বেশি কিছু লেখেননি শেহনাজ। হয়তো নিজের মনেই সিদ্ধার্থের জন্য সব অনুভূতি যত্নে রেখেছেন। তাঁর এই পোস্ট দেখে সিদ্ধার্থের জন্য তাঁর অনুরাগীরা প্রার্থনা করছেন। স্মৃতিচারণ করছেন পছন্দের অভিনেতার।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023