
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ সকালে আবারও কেঁপে উঠল কাবুল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৪.৮। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। যদিও এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি সেখানে। কিন্তু বারংবার ভূমিকম্পনে আতঙ্কিত স্থানীয়রা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আফগানিস্তানের তাজিকিস্তানে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৭। কম্পনের উৎসস্থল ছিল ফৈজাবাদ থেকে ২৬৫ কিলোমিটার দূরে। শুধু তাই-ই নয়, গত ২ ফেব্রুয়ারি আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলের হিসেব বলছে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পনে ধ্বংস স্তূপ হয়ে গিয়েছে তুর্কি। হাজারে হাজারে সংসার চাপা পড়েছে ইট-কাঠ-দেওয়ালের নীচে। বারংবার ভূমিকম্প হওয়ায় তাই আশঙ্কার প্রহর গুনছে আফগানিস্তানবাসীরাও।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023