
নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার ট্রেনটি যখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার দিকে আসছিল সেই সময় ফারাক্কা ব্রিজের ওপর কে বা কারা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পাথর লাগে ট্রেনটির সি ১৩ কোচে। পাথরের আঘাতে ট্রেনটির জানলার কাঁচ ভেঙে যায়। বড় গর্ত হয়ে যায়। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ট্রেনটি রাত সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছলে যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বারবার এই ট্রেনের ওপর হামলার ঘটনায় তারা আতঙ্কিত। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন গোটা ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনার তদন্ত করা হবে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023