
রবিবার পাথরঘাটায় তৃণমূলের অনুষ্ঠানে সৃষ্টি হ্য় চরম বিশৃঙ্খলার ।প্রকাশ্যে আসে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ।
জানা যাচ্ছে, রবিবার পাথরঘাটা লালকুঠি অঞ্চলে তৃণমূলের একটি কর্মসূচি ছিল । সেখানে ছিলেন রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতারা । মঞ্চে ছিলেন তাপস চট্টোপাধ্যায় এবং আফতাব উদ্দিন ।
সূত্রের খবর অনুষ্ঠান চলাকালীন হঠাৎ একদল তৃণমূল সমর্থক স্টেজের সামনে আলম জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। এরপরই মঞ্চের উপরে আফতাব উদ্দিনকে উত্তেজিত হতে দেখা যায় । তাপস চট্টোপাধ্যায় তাকে শান্ত করার চেষ্টা করেন । ততক্ষণে মঞ্চের সামনেই তৃণমূলের লোকদের মধ্যেই রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে মঞ্চ থেকে বিধায়ক তাপস চ্যাটার্জি তাদেরকে সামলানোর চেষ্টা করেন ।রাজ্যের দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে ক্রমশই অস্বস্তির দিকে এগোচ্ছে শাসকদল ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023