
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও আগুন লাগল বড়বাজারে। এবার ১০৯ নম্বর ক্য়ানিং স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। ঘণ্টাদুয়েকের চেষ্টায় মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে আগুন।
রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ মিনিট নাগাদ ক্যানিং স্ট্রিটের ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, বহুতলের চারতলায় আগুন লেগেছিল। তারপর তা দ্রুত দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। বহুতলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। তারমধ্যেই কাজ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। কাজ ভাঙতে গিয়ে আহত হন এক দমকলকর্মী। আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের বক্তব্য, রবিবার বাজার বন্ধ থাকায় আর বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022