আফ্রিকার বোটসোয়ানায় রহস্যজনক ভাবে মৃত্যু শতাধিক হাতির

নিউজটাইম ওয়েবডেস্ক : আফ্রিকার বোটসোয়ানায় রহস্যজনক ভাবে মৃত্যু হচ্ছে শতাধিক হাতির। মৃত্যুর কারণ হিসেবে কিছুই চিহ্নিত করতে পারছেন না কেউ। আফ্রিকা মহাদেশ জঙ্গল ও বন্য পশুর জন্য বিখ্যাত। আফ্রিকার হাতি বেশ বিখ্যাত। এই বিখ্যাত আফ্রিকান হাতিরই শুরু হয়েছে মরক।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এটি একটি কনসারভেশন ডিসাসটার। আফ্রিকার বোটসোয়ানা প্রদেশে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম সংখ্যক হাতি থাকে ‌যে প্রজাতির অবলুপ্তি শুরু হয়েছে। বেশ কয়ক বছর ধরেই আফ্রিকায় হাতির সংখ্যা উল্লেখ ‌যোগ্যভাবে কমছে।

এখনও প‌র্যন্ত এই প্রজাতির হাতি বোটসোয়ানার এক  নির্দিষ্ট অঞ্চলে ৩৫০ টি হাতি আছে। তবে এখনও প‌র্যন্ত ২৮০ টি হাতির উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে প্রশাসন। বাকি হাতির উপস্থিতির খোঁজ এখনও চলছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube