আপের ফলে আনন্দিত, কী বললেন অধীর!

নিউজটাইম ওয়েবডেস্ক : আগে থেকেই আম আদমি পার্টির ‌জয়লাভ প্রসঙ্গে আশাবাদী ছিল সকলে। এখনও প‌র্যন্ত জয়ের পথেই এগোচ্ছে আপ। শেষ পাওয়া খবর অনু‌যায়ী এখনও প‌র্যন্ত ৫৮ আসনে এগিয়ে রয়েছে আপ অন্যদিকে ১২ টি আসন পেয়েছে বিজেপি। এখনও প‌র্যন্ত খাতা খোলেননি কংগ্রেস। বুথফেরত সমীক্ষাতেও কিছুটা এমনি ইঙ্গিত দেওয়া হয়েছিল।   

এখনও প‌র্যন্ত চূড়ান্ত ফলাফল আসেনি, তার আগেই দলের হার স্বীকার করেছে কংগ্রেস। এদিন এক সংবাদমাধ্যমকে কংগ্রেসে দিল্লির দায়িত্বে থাকা সুভাষ চোপরা জানান, দলের এই ফল আলরা সকলেই গ্রহন করে নিচ্ছি।  এমন ফল কেন  হল তা বিশ্লেষণ করে দেখব।  বিজেপি ও আপ মেরুকরণ করাতেই কংগ্রেসের ভোট কমেছে বলে জানান তিনি।

এদিন ফল নিয়ে সংবাদমাধ্যমে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আগে থেকেই আপের এই ফল নিয়ে সকলে আশাবাদী ছিল। এমনকি তাঁদের তৃতীয়বার ক্ষমতায় আসার বিষয়টিও একপ্রকার নিশ্চিত ছিল। তবে কংগ্রেসের ‌যে আদতে কোন ইতিবাচক বার্তা দিচ্ছেনা তাও এদিন জানান অধীরবাবু। তবে বিজেপি ও তার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আপের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube