আপনি কি স্মার্টওয়াচ প্রেমী? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর

নিউজটাইম ওয়েবডেস্ক : মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ওয়াচ। কোম্পানির প্রথম স্মার্টওয়াচে থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে ২.৫ ডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে চিনের সংস্থাটি। লঞ্চের সময় এই স্মার্টওয়াচে ১২টা ওয়াচফেস থাকছে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ১০০টা ওয়াচফেস পাঠাবে রিয়েলমি। থাকছে হার্টরেট সেন্সর ও ১৪টা স্পোর্টস মোড।

রিয়েলমি ওয়াচ-এর দাম

রিয়েলমি ওয়াচ -এর দাম ৩৯৯৯ টাকা। শুক্রবার দুপুর ১২ টায় ফ্লিপকার্ট ও রিয়েলমি .কম থেকে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়েছে।

রিয়েলমি ওয়াচ -এর স্পেসিফিকেশন

বাজারের অন্যান্য স্মার্টওয়াচের মতোই রিয়েলমি ওয়াচ -এও স্মার্ট ফিচারের সঙ্গেই রয়েছে একাধিক স্পোর্টস ট্র্যাকিং মোড। থাকছে রিয়েল টাইম হার্ট-রেট সেন্সর। এছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে রয়েছে বিশেষ সেন্সর।

এই স্মার্টওয়াচে ১৪টা স্পোর্টস ট্র্যাকিং মোড রয়েছে। এছাড়াও স্মার্টফোনের ভয়েস কল, এসএমএস ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও স্মার্টওয়াচ থেকে মিউজিক প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। ক্যামেরার রিমোট শাটার হিসাবে ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।

যদিও অন্যান্য প্রিমিয়াম স্মার্টওয়াচের মতো রিয়েলমি ওয়াচ থেকে ভয়েস কল করা যাবে না। যদিও ভয়েস কল রিজেক্ট করার অপশন থাকছে। রিয়েলমি লিঙ্ক অ্যাপ ব্যবহার করে এই এই স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। রিয়েলমি ওয়াচ –এর ওজন ৩১ গ্রাম।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube