আনলক ১: শপিং মলে সময় কাটানোর বিধিনিষেধ একনজরে

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় ৮০ দিন পর আজ, সোমবার থেকে দেশে খুলছে শপিং মল। তবে ‘কনটেনমেন্ট জোন’-এ সেই অনুমতি দেওয়া হয়নি। আর ‘কনটেনমেন্ট জোন’-এ শপিং মল খোলার ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং ক্রেতা উভয়কেই একাধিক সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

একনজরে দেখে নিন শপিং মলে কী কী করতে পারবেন এবং কী কী পারবেন না –

১) প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। 

২) শুধুমাত্র উপসর্গহীন ক্রেতাদের ঢুকতে দেওয়া হবে। বাধ্যতামূলকভাবে তাঁদের ফেস কভাব রা মাস্ক পরতে হবে। মলের ভিতরেও সারাক্ষণ তা পরে থাকতে হবে। 

৩) সামাজিক দূরত্বের বিধি পালনের জন্য মল কর্তৃপক্ষকে পর্যাপ্ত কর্মী রাখতে হবে। 

৪) বয়স্ক, অন্ত্বঃসত্ত্বা এবং অসুস্থ কর্মীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। ক্রেতাদের সংস্পর্শে আসবেন, এমন কাজ তাঁদের না দেওয়াই ভালো।

৫) শপিং মলের বাইরে এবং ভিতরের সমস্ত দোকান, স্টল বা ক্যাফেটেরিয়াতে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে।

৬) কোথাও লাইনে দাঁড়ানোর সময়ে কমপক্ষে ছ’ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।

৭) সামাজিক দূরত্বের বিধি বজায় রাখতে দোকানের ভিতরে ন্যূনতম ক্রেতা থাকতে হবে।

৮) লিফটে ব্যক্তি সংখ্যা বেঁধে দিতে হবে। এসক্ল্যাসেটরের প্রতিটি সিঁড়িতে দাঁড়ানো যাবে না। একটি সিঁড়ি ছেড়ে দাঁড়াতে হবে। 

৯) মলের ভিতরে এবং বাইরে বড় জমায়েত এড়িয়ে যেতে হবে।

১০) শৌচাগার ভালোভাবে পরিষ্কার করতে হবে। লিফটের বোতাম, রেলিংয়ের মতো যেগুলিতে বারবার হাত দেওয়া হয়, সেগুলি বারেরারে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।

১১) ফুড কোর্টে ৫০ শতাংশের বেশি মানুষ ঢুকতে পারবেন না। কর্মীদের মাস্ক এবং গ্লাভস পরতে হবে। ক্রেতা টেবিল খালি করার পর প্রতিবার স্যানিটাইজড করতে হবে। সংস্পর্শহীন অর্ডার এবং ই-পেমেন্টের উপর জোর দিতে বলা হয়েছে। 

১২) বাচ্চাদের খেলার কোনও জায়গা থাকলে সেটা বন্ধ থাকবে। গেমিং আর্কেড বন্ধ থাকবে। 

১৩) সিনেমা হল বন্ধ থাকবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube