
নিউজটাইম ওয়েবডেস্ক : দু’জন নয় এবার থেকে চারজন করে যাত্রী নিয়েই চলবে অটো, টাক্সি, ক্যাব। মার্চ মাসের শেষ দিকে লকডাউন শুরুর পরে এক ধাক্কায় বন্ধ হয়ে যায় সমস্ত পরিবহন ব্যবস্থা। পঞ্চম দফায় লকডাউন জারি হওয়ার পরে আনলক ১ জারি করে কেন্দ্র। তার জেরেই এবার যাত্রীদের ভোগান্তি কমাতে নয়া নির্দেশিকা দিল পরিবহন দপ্তরের। যদিও ওই নির্দেশিকায় আলাদাভাবে ট্যাক্সি-অটোর কথা উল্লেখ করা হয়নি। সেখানে যেকোন গাড়িতে সিট সংখ্যার সমপরিমান যাত্রী নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর সেই মতে অটো ও ট্যাক্সিতেও এবার থেকে চারজন যাত্রী বসতে পারবেন বলেই আশা করা হচ্ছে।
সম্প্রতি বাসে যতগুলি সিট আছে ঠিক ততজন যাত্রীকেই তোলা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সুর চড়িয়েছিলেন অটো চালকরা। তাঁদের প্রশ্ন, বাসে যদি প্রতিটি সিটে যাত্রী বসার অনুমোদন দেওয়া হয় তাহলে অটোর ক্ষেত্রে কেন তা হবেনা? তারপরেই রাজ্যের পরিবহন দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি হয়। তবে অটো এবং ট্যাক্সিতে যদি চারজন যাতিরী নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ভাড়া থাকবে আগের মতোই। দু’জন যাত্রীর অজুহাতে এতদিন যেখানো মোটা টাকা ভাড়া দাবি করে বসত অটোচালকরা, এখন থেকে তা আর চলবেনা। এদিকে মহানগরে বাস নামানোর ক্ষেত্রে অনেকখানি নরম হয়েছেন বেসরকারি বাস মালিকরা। তাঁদের চারটি সংগঠন মঙ্গলবার পরিবহন ভবনে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন। এবিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দাবি দাওয়ার কথা পরিবহন দপ্তরের কর্তারা শুনেছেন। আমরা আলোচনা করে দেখছি কবে থেকে বাস নামানো যায়!” অটো প্রসঙ্গে এদিন উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি মানা চক্রবর্তী বলেন, “সরকার যেমন গাইডলাইন বেঁধে দিচ্ছে তেমনভাবেই অটো চলাচল করতে হবে।” ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর অর্ডিনেশন কমিটির আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, “সরকারের তরফে জানানো হয়েছে এবার থেকে ট্যাক্সিতে চার জন যাত্রী নেওয়া যাবে। ফলে মানুষের অনেক সুবিধা হল।”Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023