আদৌ কি শেষ আছে এর? কোনো উত্তর নেই চিনের কাছে

নিউজটাইম ওয়েবডেস্ক : শেষ কবে এর? কোনো উত্তর নেই।থামানোই যাচ্ছে না করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা। চিনের এই মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৮। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩,০৬২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০,০০০-এর উপরে।

কমিশনের তরফে জানানো হয়েছে, করোনার আঁতুড়ঘর হুবেই প্রদেশেই রবিবার প্রাণ গিয়েছে ৯২ জনের। দু জন আনহুই এবং হেইলংজিয়াং, জিয়াংশি, হাইনান ও গানসুতে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। মোট ৪০,১৭১ জনের শরীরে নিশ্চিত রূপে মিলেছে করোনাভাইরাস। ২৯৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কমিশন। এ দিকে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩,২৮১ জন।

মোট ৩.৯৯ লাখকে করোনার সংক্রমণের ঝুঁকিপূর্ণ অবস্থায় বলে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ২৯,৩০৭ জনকে মেডিক্যাল অবজারভেশনের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১.৮৭ লাখকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

রবিবার পর্যন্ত হং কঙে করোনায় মৃত এক এবং আক্রান্ত ৩৬ জন। ম্যাকাওতে আক্রান্ত ১০ জন, তাইওয়ানে ১৮ জন। এর বাইরে কেরালার ৩ জন-সহ বিভিন্ন জায়গায় ৩০০-রও বেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অনেকেই চিন ছেড়ে অন্যত্র যাওয়া শুরু করেছেন। চিনের অধিকাংশ কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube