
আদিবাসী বাস্তু জমির ভুয়ো নথি তৈরি করে জমি বিক্রির অভিযোগে গ্রেফতার হল দুই তৃণমূল কংগ্রেস নেতা। এই ঘটনায় সুশীল ঘোষ ও বানিয়া সিংকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি থানার পুলিশ। এই দুই নেতাই এলাকায় নাম করা জমির মাফিয়া ।এর আগেও এদের বিরুদ্ধে জমি সংক্রান্ত নিয়ে একাধিক অভিযোগ রয়েছে ।
অভিযোগ, শিলিগুড়ি মহকুমায় নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের এক আদিবাসী শ্রমিকের জমির একাংশের জাল নথি তৈরি করে তা আর এক জনের কাছে বিক্রি করা হয়েছিল। এরপরই জমির মালিক নভেম্বর মাসে বিষয়টি জানা মাত্র নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। ধৃত সুশীল ঘোষ হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুনীল ঘোষের ভাই এবং বানিয়া সিংও এলাকার নাম করা তৃণমূল নেতা৷ ধৃতদের শনিবার পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায় ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- অবশেষে তিহাড় জেলেই ঠাঁই হল কেষ্টার - March 21, 2023
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023