আদালতের শুনানির পর জানা যাবে দিল্লি বোর্ডের বাকী থাকা পরীক্ষাগুলি

নিউজটাইম ওয়েবডেস্ক : সি বি এস ই, আই সি এস ই, আই এস সি -র বাকি থাকা পরীক্ষাগুলি কবে, তা এখনও স্পষ্ট নয়৷ আদালতের শুনানির পরই তা জানা যাবে৷ করোনা পরিস্থিতিতে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে আপত্তি রয়েছে পড়ুয়াদের৷ সেই আপত্তির কথা আদালতে জানান অভিভাবকরা৷ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা । মুম্বই হাইকোর্টে মহারাষ্ট্রের অভিভাবকদের পাশাপাশি সিবিএসই-র বাকি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিভাবকদের একাংশ। তারই শুনানি রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ৷

করোনা আবহে স্কুলে যাওয়ায় আপত্তি রয়েছে তাদের৷ গড়ে মাত্র ৭০ শতাংশ পড়ুয়া পরীক্ষা দিতে ইচ্ছুক৷ এই বিষয়টি সুপ্রিম কোর্টে জানাবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পরীক্ষার দিন নিশ্চিত করা যাবে৷

অন্যদিকে রাজ্যে বাকি রয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষাও৷ তার দিনক্ষণ নিয়ে এখনও অনিশ্চিত সকলে৷ সম্ভবত আদালতের রায়ের পরেই সিদ্ধান্ত হবে তাই নিয়ে৷ কবে পরীক্ষা নেওয়া হবে, তার সিদ্ধান্ত নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube