
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জী দুজনেই বর্তমানে কারাগারে। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করে ইডি। যদিও প্রকাশ্যে প্রেমের ইজহার করেননি পার্থ-অর্পিতা, তবুও অনেকেই মনে করেন তাঁরা দুজন প্রেমে বন্দী। এবার সেই প্রমাণ জ্বলজ্বল করে উঠল আদালতেও। আজ তাঁদের ভার্চুয়ালি হাজির করা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানেই চোখে চোখে প্রেমের সাক্ষী থাকেন আদালতে উপস্থিত সকলে। কী কথোপকথন হয়েছে তাঁদের মধ্যে? দেখে নিন এক নজরে।
দুপুর ২.৩০ মিনিটে আদালতের ভার্চুয়াল স্ক্রিনে দেখা যায় পার্থ অর্পিতাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসেন। একে অপরকে ইশারায় জিজ্ঞেস করেন, কেমন আছেন। ইশারায় তারা একে অপরকে জানান, ভালো আছেন। এরপর ২.৫৪ মিনিটে পার্থ ইশারায় অর্পিতাকে জিজ্ঞেস করেন, তিনি খেয়েছেন কিনা? অর্পিতাও জানতে চান, পার্থ খেয়েছেন কিনা। এরপর দুজন দুজনকে জিজ্ঞেস করেন, তারা একে অপরের কথা বুঝতে পারছেন কিনা, দুজনেই ইশারায় জানান শুনতে পাচ্ছেন না। এরপর হঠাতই জিভ ভেঙাতে দেখা যায় পার্থকে, তাকে দেখে হেসে ফেলেন অর্পিতা। এখানেই শেষ নয়, ৩.১০ মিনিটে অর্পিতা পার্থকে জিজ্ঞেস করে, সে চা খেয়েছে কিনা। উত্তরে পার্থ বুকের বাঁ দিকে কিছু লিখে বোঝানোর চেষ্টা করেন। ৩.১২ মিনিটে হঠাতই পার্থর স্ক্রিন ডিসকানেক্টেড হয়ে যায়। তা দেখে যেন বিচলিত হয়ে ওঠেন অর্পিতা। কানেকশন ফিরলে তিনি স্বস্তি পান। পার্থর দিকে তাকিয়ে চুলের গোছা সামনে আনেন। হেসে ওঠেন পার্থ। সব শেষে অর্পিতাকে ইশারায় থামস আপ দেখান পার্থ। অর্পিতাও কিছু লেখা চেষ্টা করেন। সকলে শুধু দেখেছেন এই দৃশ্য, কিন্তু পার্থ-অর্পিতাই হয়তো একে অপরকে বুঝেছেন।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023