আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুজিত মণ্ডল, বীরভূম ।।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মী তথা জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য সোহিনী সূত্রধরের গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা। আত্মহত্যার  প্ররোচনার অভিযোগ দুবরাজপুর ব্লকের  হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বিরুদ্ধে। রবিবার দুপুরে  দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাজারের বাসিন্দা তথা দুবরাজপুর তৃণমূল আইটি সেলের কর্মী সোহিনী সূত্রধর বাড়ির দোতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তড়িঘড়ি দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। তাই সন্ধ্যায় সোহিনী সূত্রধরের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনিবেশ রায়ের বিরুদ্ধে দুবরাজপুর থানায় এফআইআর দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পরিবার সূত্রে জানা যায়, অভিনিবেশ রায় এর সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সোহিনীর। মৃতার বাবা গজানন সূত্রধর জানান, দুপুরে তাঁর মেয়ে দোতলায় ঘুমাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাঁর এক বান্ধবী এসে সোহিনীর খোঁজ করে।  তারপর দরজা ভেঙ্গে দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের তরফ থেকে দোষীর শাস্তি দাবি করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube