
নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণেশ্বর মন্দিরের পর এ বার বেলুড় মঠ । অবশেষে আজ, সোমবার থেকেই খুলতে চলেছে বেলুড় মঠ । তবে বেশ কিছু নির্দেশিকা মানতে হবে ভক্তদের ।
- মঠে পূণ্যার্থীদের জন্য চালু হচ্ছে নয়া নির্দেশিকা । ভক্ত, দর্শনার্থী, সাধু-সন্ন্যাসী, পূণ্যার্থী, মঠের কর্মীবৃন্দের স্বাস্থ্যের কথা ভেবে সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে মঠ খুলছে কর্তৃপক্ষ। মঠ চত্বরে সোশাল ডিসটেন্সিং চিহ্ন থাকবে, মঠে নিষিদ্ধ ফুল, মিষ্টি। সামাজিক দূরত্ব মেনে পূণ্যার্থীদের দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করা থাকবে।
- ১০ বছরের নীচে ও ৬৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদেরও মঠে প্রবেশ নয় ।
- পুরোনো মন্দির, স্বামীজির গৃহে প্রবেশ নিষেধ । পুজোয় নিষিদ্ধ ফুল, মিষ্টি । শুধুই ফল দেওয়া যাবে পুজোয় ।
- মঠের সন্ন্যাসীদের প্রণাম করা যাবে না । সন্ধ্যারতি দেখতে পারবেন না পূণ্যার্থীরা ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022