
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ওল্ড ট্রাফোর্ডে আবারও হতাশার রাত। সাদাম্পটনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ম্যান ইউ। ৯০ মিনিটে সাদাম্পটনের বন্দরে বার বার আছড়ে পড়ল লাল জার্সিধারীদের আক্রমনের ঢেউ। কিন্তু গোল এল না। তার উপর লাল কার্ড দেখে এরিক টেন হাগের চিন্তা বাড়ালেন ক্যাসিমেরো। ইপিএলে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল রেড ডেভিলসরা। র্যাশফোর্ডদের ধারাবাহিকতার অভাব বার বার ভোগাচ্ছে ম্যান ইউকে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023