
ভরা পৌষে উধাও শীত ! গতকাল ছিল বড়দিন । আর বড়দিনে তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি । আজ গতকালের চাইতেও তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস । আজ কলকাতায় তাপমাত্রা ২০। ডিগ্রি সেলসিয়াস ।স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি ।
উত্তরবঙ্গে সকাল থেকেই ভারী কুয়াশার দেখা মিলেছে । তবে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা ছিল সকাল থেকেই । আবহাওয়া দফতর সুত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপঙ-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও, তবে জেলা ভিত্তিক । দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ।
তবে হঠাৎ কেন এই পারদ চড়ল? আবহাওয়া দফতর সূত্রের খবর এর কারণ, পশ্চিমি ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্ত । যার ফলে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প ।
তবে কি রাজ্যবাসি আর শীতের আমেজ পাবেন না? তেমনটাও কিন্তু না । আবহাওয়া অফিস জানাচ্ছে, বছর শেষেই শীত জাঁকিয়ে বসবে রাজ্যে । আগামি বুধবারের পর থেকেই বছর শেষে শীত তার অস্তিত্ব জানান দিয়ে যাবে বঙ্গবাসীকে ।
- অবশেষে তিহাড় জেলেই ঠাঁই হল কেষ্টার - March 21, 2023
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023