
রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভার সময় বেলা ২ টো , রানাঘাট বাণী সংঘের মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা যথেষ্টই গুরুত্বপূর্ণ কারণ রানাঘাট সাংগঠনিক জেলায় গত বিধানসভায় ভরাডুবি হয়েছে তৃণমূলের , বিশেষ করে নদীয়ার দক্ষিণাংশে একটা বড় এলাকা মতুয়া অধ্যুষিত বলে পরিচিত।
পঞ্চায়েত নির্বাচনের আগে মতুয়া মন জয় করতে ময়দানে নামতে চাইছে তৃণমূল। তাই মতুয়া দের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেই সকলের নজর । জানা যাচ্ছে সড়ক পথেই তিনি আসবেন এই সভায়। সভাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রানাঘাট পুলিশ জেলার।
Latest posts by Priyanka Banerjee (see all)
- মুহূর্ত তৈরি করলেন দুই ‘কিংবদন্তি’ - April 1, 2023
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023