
শনিবার নক আউটের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও আমেরিকা। ম্যাচ শুরু ভারতীয় সময় শনিবার রাত সাড়ে আটটায়। এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় এসেছে নেদারল্যান্ডস। অন্যদিকে বি গ্রুপে রানার্স হয়ে নক আউটের ছাড়পত্র পেয়েছে আমেরিকা। হাড্ডাহাড্ডি ম্যাচ অপেক্ষা করে আছে। গ্রুপ পর্বে ইউএসএ যে ফুটবল খেলেছে, তাতে ডাচদের কাজটা বেশ কঠিন। হয়ত তারা ফেবারিট হিসাবেই নামবে, কিন্তু সমানে সমানে টক্কর দিতে তৈরি মার্কিনিরা। রবিনসন, মুসারা সমস্যায় ফেলতে পারেন নেদারল্যান্ডসকে। যারা ইংল্যান্ডের মত দলের সঙ্গে ড্র করেছে তারা ফেবারিট ডাচদের হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে।
Latest posts by Priyanka Banerjee (see all)
- মুহূর্ত তৈরি করলেন দুই ‘কিংবদন্তি’ - April 1, 2023
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023