
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আজ রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র থেকে কীভাবে করোনার দাপট ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, তাও তুলে ধরবেন তিনি।
করোনা সংক্রমণের ক্ষেত্রে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভারত। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাই পরিস্থিতি সামলাতে উদ্যোগী দেশের প্রধানমন্ত্রী। এখন করোনা আটকাতে না পারলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেজন্য আগামী কয়েকটা দিন অত্যন্ত সতর্কতার সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তাঁরা। একাধিক পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। পুরো বিষয়টির উপর নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করেছেন তিনি। করোনার সংক্রমণ রুখতে প্রশাসন কতটা তৈরি, সে বিষয়েও আলোচনা করা হয়। সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাতে ভোলেননি মোদী। করোনা আটকাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022