
শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা ও নেদারল্যান্ডস। কঠিন লড়াই। বড় ফুটবলাররা তো তারকার তকমা গায়ে জড়াতে এমন মঞ্চই খোঁজেন। চোট আঘাতের তোয়াক্কা না করে মাঠে নামার চেষ্টা চালিয়ে যান তারা।
যেমন আর্জেন্তিনার লাউতেরো মার্টিনেজ। গোড়ালিতে সামান্য চোট রেয়েছে তার। যার কারণে গ্রুপ লিগের শেষ ম্যাচ ও প্রি-কোয়ার্টারফাইনালে স্কালোনি তাকে ৯০ মিনিট খেলানোর ঝুকি নেননি। কিন্তু মার্টিনেজ নাছরবান্দা। কোয়ার্টার ফাইনালের আগে ১০০ শতাংশ ফিট হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যাথা কমানোর ইনজেক্সান নিচ্ছেন তিনি। এখন স্কালোনি কখন তাকে মাঠে নামান সেটাই দেখার।
Latest posts by Priyanka Banerjee (see all)
- জুমেও শুরু হল কর্মী ছাঁটাই - February 8, 2023
- মালতিকে নিয়ে বরফের মধ্যে প্রিয়াঙ্কা-নিক - February 8, 2023
- অবশেষে হলেন মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা - February 8, 2023