
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। রাজীব ঘোষ ।।
শুক্রবার সকাল ১১টায় মালদায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।মালদা,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে এই বৈঠক। শুধু প্রশাসনিক বৈঠকই নয়, বিভিন্ন প্রকল্পের বেনিফিশিয়ারিদের নিয়েও এদিন আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আগেই গাজোল কলেজ মাঠ প্রাঙ্গণ ময়দানে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারোটা পাঁচ মিনিটে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আসবেন মালদার গাজোল ব্লকের কলেজ প্রাঙ্গণ ময়দানে। সেখানে এক ঘন্টার একটি বৈঠক করবেন তিনি। যদি এটা কোন রাজনৈতিক বৈঠক নয়, সম্পূর্ণ প্রশাসনিক এবং বেনিফিসিয়ারিদের নিয়েই এই কর্মসূচি তৈরি হয়েছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023