
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার বেলা বারোটা নাগাদ আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এয়ার ফোর্স ওয়ানের বিমান। সেখানে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার অপেক্ষায় গোটা ভারতবাসী।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করা না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকদের সেকথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদী তার খুবই ভালো বন্ধু। ওখানে দেশের সবচেয়ে বড় ইভেন্টের জন্য অপেক্ষা করে আছেন। ভারতের লাখ লাখ মানুষের সঙ্গে দেখা হবে, এই ভেবে তিনি উত্তেজিত। বিমানবন্দর থেকে বেরিয়ে আহমেদাবাদের একটি রোড শো এ যোগ দেবেন ট্রাম্প। ২২ কিলোমিটার লম্বা ওই রোড শোয়ে ট্রাম্পকে স্বাগত জানাবে ,সাধারণ মানুষ। গুজরাটের মুখ্যমন্ত্রী রূপানি জানিয়েছেন, আহমেদাবাদের মানুষের কাছে ওই ইভেন্ট ই এখন মূল ধ্যানজ্ঞান। এরপর মোদী ও ট্রাম্প যাবেন সবরমতী আশ্রমে। ট্রাম্পের আগমন উপলক্ষে ইতিমধ্যেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন অমিত শাহ। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ মোতেরায় সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প ইভেন্টে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যও রাখবেন। মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে আহমেদাবাদ পর্যন্ত রাস্তার দুধারের রাস্তার একাধিক পাঁচিলে রঙ করা হয়েছে। বস্তি ঢাকা হয়েছে পাঁচিল দিয়ে। বিকেল সাড়ে তিনটে নাগাদ ট্রাম্প চলে যাবেন আগ্রায়। সেখানে মেলানিয়ার সঙ্গে তাজ দর্শন করবেন। ইতিমধ্যেই তাজের পাশে যমুনার দুর্গন্ধময় জল সাফ করতে ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে । তাজ দর্শনের পর দিল্লি ফিরবেন তিনি।মঙ্গলবার সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি নৈশভোজে যোগ দেবেন ট্রাম্প।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022