
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ প্রকাশিত হবে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। বিকেল ৩টে ৩০ মিনিটে প্রকাশিত হবে ফল, বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। করোনা আবহে অসম্পুর্ন রয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তিনটি পরীক্ষা লকডাউনের জেরে হয়নি। এর ফলে এই বছর প্রকাশইত হবে না মেধা তালিকা। আগামী ৩১শে জুলাই পড়ুয়ারা হাতে পাবেন মার্কশীট।
করোনার কারণে পরীক্ষা অসম্পূর্ণ থাকলেও, ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ফল পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। এই পদ্ধতিতেই সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৯০ হাজার। স্কুলগুলিতে ছাত্রাছাত্রীদের অভিভাবকরা মার্কশীট সংগ্রহ করতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারুর একেবারে সম্ভব না হলে পড়ুয়াকে সমস্ত বিধি নিষেধ মেনে এসে মার্কশীট সংগ্রহ করতে হবে। ফলাফল দেখআ যাবে এই ওয়েবাইটে webresults.nic.in , exametc.comLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022