
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে লাফিয়ে বাড়া সরোনা সংক্রমণে লাগাম দিতে নতুন লকডাউন নীতি আরোপ করেছে প্রশাসন। এই নীতিতে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শনিবার রাজ্যব্যাপী সম্পূর্ণ লকডাউন জারি থাকার সিদ্ধান্ত হয়েছে।
>আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই সারা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এর পর শনিবার, ২৫ জুলাই তারিখেও একই ভাবে লকডাউনের ঘেরাটোপে থাকবে গোটা রাজ্য। >আগামী ২৯ জুলাই, বুধবারও সম্পূর্ণ লকডাউনের আওতায় থাকবে বাংলা। >সপ্তাহে দুই দিন লকডাউনের পাশাপাশি কনটেনমেন্ট জোন ভিত্তিক যে বিধিনিষেধ কার্যকর হচ্ছে, তা-ও চালু থাকবে। >লকডাউনে সপ্তাহের তিনটি কাজের দিনে বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলে অচল থাকবে গ্রাহক পরিষেবা। >লকডাউনের তিন দিনই বন্ধ থাকবে রাজ্যের সমস্ত রেশন দোকান। গ্রাহকদের সুবিধা দিতে এর পরিবর্তে রবি ও সোমবার খোলা থাকবে রেশন দোকান। >বুধবার রাজ্যের রেশন ডিলারদের সঙ্গে বৈঠকে ওই দুই দিন পরিষেবা চালু রাখার আবেদন জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। >বুধবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, প্রায় ১০ কোটি গ্রাহককে আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবেLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022