আজ পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ।একগুচ্ছ কাজ সারবেন তিনি এইবার।আজই প্রথমে রাজ্য বিজেপি্র দফতরে যাবেন। সেখানে উপস্থিত থাকবেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। আলোচনা সেরে রাত্রি যাপন করবেন শহরের এক পাঁচতারা হোটেলে।শনিবার সকাল থেকে শুরু হবে কর্মসূচী। শনিবার সকালে নবান্নে যাবেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে।পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পারিষদের বৈঠক সারবেন তিনি।উপস্থিত থাকতে পারেন পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীরা।এরপর কলকাতার নয়া মেট্রো রুটের উদ্বোধনে যেতে পারেন, এমনই জল্পনা চলছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিকরা।মনে করা হচ্ছে রাজ্য বিজেপির সংগঠন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে পারেন তিনি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাবেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।     

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube