
নিউজটাইম ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরের নিম্নচাপে সৌজন্যে বুধবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় সারাদিন বৃষ্টি হবে। তবে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ায় রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোসাগরে নিম্নচাপের জেরে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। বুধবারও সেই ধারাপাত চলছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সারাদিন বৃষ্টি চলবে। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। তবে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। গত জুলাইয়ে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হয়নি। এবারের নিম্নচাপে ভর করে রাজ্যে বর্ষা ফের কি সক্রিয় হবে? আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, নিম্নচাপের সৌজন্য কিছুটা সক্রিয় হয়েছে বর্ষা। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মিলবে বর্ষার আমেজ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022