
নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এর আগে অনেকবার বাংলা ভাষা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। বাংলা ভাষাকে আরও আপন করে নিতে, বাংলার মানুষের একজন হয়ে উঠতে তিনি বাংলা শিখবেন, এই কথা বলেছিলেন আগেই। যেমন কথা বলেছেন, তেমন চর্চাও শুরু করলেন রাজ্যপাল। আজ থেকেই শুরু হল তাঁর বাংলা ভাষা শেখা।
রাজভবন সূত্রে খবর, প্রতিদিন প্রায় এক ঘন্টা করেই বাংলার ক্লাস করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এর তরফে তার জন্য দুজন বাংলার শিক্ষক নিয়োগ করেছে রাজ্যপাল কে বাংলার শেখানোর জন্য। আজ থেকেই সেই বাংলার ক্লাস শুরু করলেন রাজ্যের রাজ্যপাল। গত ২৬ শে জানুয়ারি বাংলা শেখার জন্য হাতে খড়ি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023