
আজ ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।
গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
গত ৩০ শে নভেম্বর কলকাতা উচ্চ আদালতে আর জামিনের আবেদন করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। আগামী ১৬ই ডিসেম্বর ওই জামিনের আবেদনের ভিত্তিতে কলকাতা উচ্চ আদালতে শুনানি রয়েছে।
যেহেতু কলকাতা উচ্চ আদালতে জামিনের আবেদন করা হয়েছে তাই আজ আর নতুন করে তার জামিনের আবেদন করা হবে না বলেই আইনজীবী সূত্রে খবর।
Latest posts by Priyanka Banerjee (see all)
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023
- মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার! - March 29, 2023