
শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এর লাইট হাউস মাঠে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই বিজেপির সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । রাতে সভাস্থলে বোমাবাজি করার অভিযোগ উঠছে । যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির । ডেকোরেটরসের লোকজনই প্যান্ডেল খুলে নিয়ে গেছে বলে দাবি করছে তৃণমূল ।
প্রথমে ডায়মন্ড হারবারের সভা করার অনুমতিই পাচ্ছিল না বিজেপি । তখন বাধ্য হয়ে কুলপির দাড়িয়া গ্রামে সভা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেখানেও বাঁধ সেধেছিল শাসক শিবির । অবশেষে ডায়মন্ড হারবার এর লাইট হাউজ মাঠে উচ্চ আদালতের নির্দেশে সভা করার অনুমতি পায় বিজেপি । সেখানেই শুক্রবার সকাল থেকে মঞ্চ বাধার কাজ হচ্ছিল । রাতে সেই মঞ্চ ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । পাশাপাশি এই সভাকে কেন্দ্র করে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্য । রাজ্য পুলিশে আস্থা বা ভরসা নেই বলেই কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে বলে জানাচ্ছে রাজ্য বিজেপি । সবমিলিয়ে শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনার পারদ চড়ছে ডায়মন্ড হারবারে।
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023
- মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার! - March 29, 2023