
সোনারপুরঃ পুলিশের চোখে ধুলো দিতে ইনোভা গাড়িতে করে গরু চুরি। সেই গাড়িতে করেই গরু পাচার করত অভিযুক্তরা। কিন্তু বৃহস্পতিবার রাতে রাস্তায় টহল দিচ্ছিল সোনারপুর থানার পুলিশ । পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালাতে গিয়েই লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি । আহত অবস্থায় রফিক খান নামে ঐ গাড়ির চালককে উদ্ধার করে সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গাড়িতে থাকা আরও দু’জন পলাতক বলে সূত্রের খবর ।
বৃহস্পতিবার গভীর রাতে একটি ইনোভা গাড়ি সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল। সোনারপুর থানার পিসি পার্টির সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে। সোনারপুরের বারেন্দ্র পাড়া শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ সুত্রে জানা গিয়েছে ইনোভা গাড়ির পিছনের সিট খুলে গরু পাচারের কাজ করা হত । গাড়িটিতে মোট তিনটি গরু ছিল এই দিন। দুর্ঘটনায় একটি গরুও মারা গিয়েছে বলে পুলিশ সুত্রে খবর। বাকি দুটি গরুকে উদ্ধার করা হয়েছে। যাতে দেখে সন্দেহ না হয় তার জন্যই ইনোভা গাড়ি করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023